ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

নবাবগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের কর্মবিরতি

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদতা

প্রকাশিত : ০৬:৫৮ পিএম, ২০ অক্টোবর ২০১৮ শনিবার

ঢাকার নবাবগঞ্জের পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর নবাবগঞ্জে কর্মরত মিটার রিডার ও ম্যাসেঞ্জার কর্মচারীরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন। শনিবার সকালে পল্লী বিদ্যুৎ সমিতি-৩ নবাবগঞ্জের সদর অফিসের সামনে তারা কর্মসূচি পালন করেন। পরে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজারের বরাবর স্মারকলিপি দেন কর্মচারীরা।

কর্মসূচিতে চাকরি নিয়মিতকরণ, চাকরিচ্যুতদের পুনঃবহাল, কাজের পরিমান কমানো ও সব বৈষ্যম্য দূর করাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন কর্মচারীরা। এ সময় তারা বলেন, পল্লীবিদ্যুৎ সমিতি ঢাকা-২ এ কর্মরত প্রায় শতাধিক মিটার রিডার ও ম্যাসেঞ্জার চুক্তিভিত্তিক কর্মরত আছি। পল্লী বিদ্যুৎ সমিতি যেভাবে কর্মী ছাঁটাই শুরু করেছে, তাই অনেক কর্মচারী ছাঁটাই করায় আতঙ্কে রয়েছে। দাবি আদায় হওয়া না পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে জানান আন্দোলনকারীরা।

এসএইচ/