ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

মার্কিন নিষেধাজ্ঞা

চীনে বিপুল তেল মজুদ ইরানের

প্রকাশিত : ১২:২৭ পিএম, ২১ অক্টোবর ২০১৮ রবিবার

নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগে ইসলামী প্রজাতন্ত্র ইরান বিপুল পরিমাণ তেল মজুদ করেছে চীনে। নিষেধাজ্ঞা আরোপ করার পর এসব তেল চীনের কাছে অথবা অন্য কোনো দেশের কাছে বিক্রি করবে দেশটি।

ইরানের জাতীয় ট্যাংকার কোম্পানির একটি সূত্রের বরাতে বলা হয়েছে, ইরান থেকে সম্প্রতি বিশাল একটি তেলবাহী কার্গোজাহাজ চীনের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

ওই সূত্র বলেছে, ইরান এ পর্যন্ত দুই কোটি ব্যারেল তেল পাঠিয়েছে চীনের উত্তর-পূর্বাঞ্চলীয় ডালিয়ান বন্দরে। সেখান থেকে কোন দেশের কাছে তেল বিক্রি করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেন নি ওই সূত্র।

সূত্রটি বলেছেন, ‘ইরানের তেল বিক্রি বন্ধ করা অসম্ভব হবে সে কারণে আমরা তেল বিক্রির জন্য নানা পথ খুঁজে বের করছি। যখন আমাদের ট্যাংকার ডালিয়ান বন্দরে পৌঁছাবে তখন আমরা সিদ্ধান্ত নেব এ তেল চীনরে কাছে নাকি অন্য কোনো দেশের কাছে বিক্রি করব।’

চীনের ডালিয়ান বন্দরে বেশ কয়েকটি বড় আকারের তেল শোধনাগার রয়েছে। প্রতি মাসে সেখানে দশ লাখ থেকে ৩০ লাখ ব্যারেল ইরানি তেল সরবরাহ করা হয়। 

তথ্যসূত্র: রয়টার্স ও পার্সটুডে।

এমএইচ/