ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম অঞ্চলের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশিত : ০৬:৩১ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ০৬:৪৫ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার

ঢাকায় বসবাসরত চট্টগ্রাম অঞ্চল তথা মুক্তিযুদ্ধে ১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধাদের সংগঠন ঢাকা প্রবাসী মুক্তিযোদ্ধা-চট্টগ্রাম অঞ্চল এর বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। শনিবার সন্ধ্যা ৭টায় ৩২ তোপখানা রোডস্থ-চট্টগ্রাম ভবনে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ দিদারুল আলম। আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক সভাপতি মো. নূরুল আলম (অবসরপ্রাপ্ত এডিশনাল আইজিপি), সাবেক নির্বাচন কমিশনার ও চট্টগ্রাম সমিতি-ঢাকার সভাপতি মোহাম্মদ আবদুল মোবারক, ইঞ্জিনিয়ার সিদ্দিক আহমদ, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি রেজাউল হক চৌধুরী মুশতাক, সাংবাদিক নিজাম উদ্দিন আহমদ, ফরিদুল হক, চট্টগ্রাম সমিতি-ঢাকার উপদেষ্টা পরিষদের সদস্য মারুফ শাহ চৌধুরী, কল্যাণী ঘোষ, ফয়জুল মতিন, আনিস কাদেরী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মিজানুর রহমান প্রমুখ।

সংগঠনের ঐতিহ্য অনুযায়ী মেজবান আয়োজন বিষয়ে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক ও বায়রার সাবেক সভাপতি আলী হায়দার চৌধুরী। সভায় আর্থিক বিবরণী পেশ করেন অর্থ সম্পাদক যিশু কুমার বড়ুয়া। সাধারণ সম্পাদকের বক্তব্য পেশ করেন এম. ওয়াহিদ উল্লাহ (ঢাকা ব্যুরো প্রধান, দৈনিক আজাদী)।

সভাপতির ভাষণে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ঐতিহ্যবাহী এ সংগঠনকে শক্তিশালী করার এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সদস্যরা পুনর্মিলনীতে সপরিবার অংশগ্রহণ করেন।

এসএইচ/