ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ফেনীতে র‌্যালি

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২২ অক্টোবর ২০১৮ সোমবার | আপডেট: ১২:০৬ এএম, ২৩ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে  নিয়ে জাতীয়  নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

সোমবার আরটিএ ফেনীর  আয়োজনে ও জেলা  প্রশাসনের সহযোগিতায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‌্যালি  মুক্তিযুদ্ধা কমপ্লেক্স  এর  সামনে  থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা  সভায়  প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজমান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পি.কে এম এনামুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বি.কম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) উক্য সিং।

স্বাগত বক্তব্য রাখেন- ফেনী বিআরটিএ সহকারী পরিচালক (ইঞ্জি.) প্রকৌশলী পার্কন চৌধুরী।

জেলা সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা অফিসার সাইফুদ্দিন আহম্মদ চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফেনী জেলা ট্রাফিক পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মীর গোলাম ফারুক, ফেনী জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি জাফর আহম্মদ, ফেনী জেলা পিকআপ ও (মিনিট্রাক) মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল মতিন পারভেজ, পরশুরাম বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কাজী সিরাজুল ইসলাম, ডেইলি সানের ফেনী জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এ সময় প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কেআই/এসএইচ/