ঢাকা, বুধবার   ০৮ মে ২০২৪,   বৈশাখ ২৪ ১৪৩১

২০০৮ মুম্বাই হামলা

যে কথা বলে বিপাকে পড়েছেন নওয়াজ শরিফ

প্রকাশিত : ১০:৪৪ এএম, ২৩ অক্টোবর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১১:১১ এএম, ২৩ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

২০০৮ মুম্বাই হামলায় অভিযুক্তরা সবাই পাকিস্তানি ছিল, একথা বলেই বিপাকে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে তার বিরুদ্ধে। সোমবার সেই মামলার শুনানিতে গিয়ে শরিফ বলেছেন, পাকিস্তানকে ভালোবেসেই ভারত ছেড়েছিল আমার পরিবার।

এই মামলায় জড়িত রয়েছেন আরও এক প্রাক্তন প্রধানমন্ত্রী শাহীদ খাকান আব্বাসী ও পাক সাংবাদিক সিরিল আলমেডা। এদিন এরাও আদালতের শুনানিতে নিজেদের পক্ষ থেকে জবাব দিয়েছেন।

প্রসঙ্গত, ২০০৮ সালের ২৬ নভেম্বর ভারতরে মুম্বাইয়ের ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ১৬৬ জন নিহত হয়েছেন। জানা যায়, ১০ জন পাক জঙ্গি ওই হামলা চালায়, যাদের মধ্যে ৯ জন পুলিশের গুলিতে নিহত হয়। আর জীবিত আটক হওয়া আজমল কাসাভকে পরে ফাঁসি দেওয়া হয়।

এদিন নওয়াজ শরীফ বলেন, যিনি দেশকে পরমাণু শক্তিধর করে তুলেছে, সে কীভাবে দেশদ্রোহী হতে পারে? উপনির্বাচনে যার দল সবথেকে বেশি ভোট পেল সে কীভাবে দেশদ্রোহী হতে পারে। আমি লাখ লাখ পাকিস্তানির প্রতিনিধিত্ব করি, তাহলে কী তারা বিশ্বাসঘাতক?

উল্লেখ্য, নওয়াজ শরীফের বাবা মিঞা মোহাম্মদ শরীফ। তারা থাকতেন পাঞ্জাবের জাতি উমরায়। ১৯৪৭-এ লাহোরে চলে যায় তার পরিবার।

একে//