ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

রিয়ালের স্বস্তির জয়

প্রকাশিত : ০৮:৩০ এএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ১০:৫১ এএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার

টানা পাঁচ ম্যাচের জয়খরায় রিয়াল মাদ্রিদ জয়ের স্বাদ ভুলেই যেতে বসেছিল। অবশেষে বেনজেমা-মার্সেলোর গোলে হতাশার বৃত্ত থেকে বেরিয়ে জয়ের উৎসব করল লোপেতেগির দল।

মঙ্গলবার রাতে বার্নাব্যুতে ভিক্টোরিয়া প্লজেনকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। প্লজেনের একমাত্র গোলটি করেন হরোসভস্কি।

নিজেদের মাঠে খেলতে নেমে ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে খেলতে থাকা রিয়াল গোলের দেখা পেতে খুব বেশি সময় নেয়নি। ম্যাচের ১১তম মিনিটে প্রথম এগিয়ে যায় তারা। লুকাস ভাসকেসের ক্রসে হেডে বল জালে জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড বেনজেমা। ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় স্বাগতিকরা। এবার গোলদাতা ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। প্লজেন একটি গোল শোধ দেয় ম্যাচের ৭৯তম মিনিটে। সতীর্থের ছোট করে বাড়ানো বলে পাত্রিক হরোসফস্কির নেওয়া শট ঝাঁপিয়ে পড়েও আটকাতে পারেননি কেইলর নাভাস। এই গোলে ম্যাচে উত্তেজনা ফেরালেও হার এড়াতে পারেনি অতিথিরা।

ম্যাচের বাকি সময় আর কোনও গোল না হওয়ায় ২-১ গোলের ব্যবধানে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে স্প্যানিশ ক্লাবটি।

একে//