সময় টিভিতে প্রচারিত অনুষ্ঠানের অডিও, ভিডিও ও ট্রান্সক্রিপ্ট চেয়েছে আপিল বিভাগ
প্রকাশিত : ০৬:৩১ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৩১ পিএম, ৩১ আগস্ট ২০১৬ বুধবার
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাজ নিয়ে প্রধান বিচারপতির অসন্তোষের প্রেক্ষাপটে সময় টিভিতে প্রচারিত একটি টক শোর বক্তব্য অবমাননাকর কি-না, তা খতিয়ে দেখতে ওই অনুষ্ঠানের অডিও, ভিডিও ও ট্রান্সক্রিপ্ট চেয়েছে আপিল বিভাগ।
যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ রায় খারিজের পর মঙ্গলবার রাতে প্রচারিত ওই আলোচনা অনুষ্ঠানের অডিও, ভিডিও ও ট্রান্সক্রিপ্ট আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে সর্বোচ্চ আদালতে দাখিল করতে হবে। টেলিভিশন স্টেশনের সিইও বা প্রযোজককে ওই সময়ের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের দপ্তরে সেগুলো জমা দিতে বলা হয়েছে। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বুধবার বিষয়টি আদালতের নজরে আনলে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ বিচারকের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
