জনগনের মালিকানা ফিরিয়ে দিতে চাই: সমাবেশে ড. কামাল
প্রকাশিত : ০৬:১৪ পিএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার | আপডেট: ০৬:১৬ পিএম, ২৪ অক্টোবর ২০১৮ বুধবার

সিলেটের সমাবেশে গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম প্রধান নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘সংবিধান অনুযায়ী দেশের প্রকৃত মালিক জনগণ। আজ দেশের মানুষ তাদের মালিকানা থেকে বঞ্চিত। তাই জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চাই। এ জন্য জনগণের ঐক্য অপরিহার্য। সবাইকে এসে বলতে হবে সুষ্ঠু নিবাচন চাই। হারানো গণতন্ত্র পুনরুদ্ধার সহজ নয়। শক্তভাবে তা ফিরিয়ে আনতে হবে। ইনশাল্লাহ দেশের মালিকানা মানুষ ফিরে পাবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশের মালিকানা ফিরিয়ে আনা হবে।’
বুধবার সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, ‘আপনারা ৭ দফাকে হালকাভাবে নেবেন না। এটা অনেক মূল্যবান। এটা জনগণের হারিয়ে ফেলা অধিকার, দেশের মালিকানা ফিরিয়ে আনার দাবি। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, জনগণ ক্ষমতার মালিক হবে। সেটি বাস্তবায়ন করতে হবে।’
তিনি বলেন, ‘আমাদের ১ নম্বর দাবি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এর সঙ্গে আরও ৬টি দাবি রয়েছে। এসব দাবির কথা গ্রামে গ্রামে ছড়িয়ে দিতে হবে। দেশের মুষ্ঠিমেয় মানুষের উন্নয়নে উন্নয়ন হয় না। আমরা চাই, ১৬ কোটি মানুষের উন্নয়ন। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব। আমাদের বিজয় অনিবার্য।’
এসি