ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

‘খাশোগির রক্তে বিন সালমানের হাত রঞ্জিত’

প্রকাশিত : ১০:২৫ এএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

‘সৌদি ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের হাত রয়েছে।’-তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের উপদেষ্টা নূর জিফিক এ দাবি করেছেন।

তিনি বুধবার তুর্কি পত্রিকা ইয়ানি বিরলিক-এ প্রকাশিত এক নিবন্ধে সুস্পষ্ট ভাষায় লিখেছেন, খাশোগির রক্তে বিন সালমানের হাত রঞ্জিত রয়েছে।
জিফিক তার এ নিবন্ধে আরও লিখেছেন, খাশোগি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্তত পাঁচ ব্যক্তি মোহাম্মাদ বিন সালমানে অত্যন্ত আস্থাভাজন ও ডানহাত হিসেবে পরিচিত। এসব ব্যক্তি যুবরাজের অজ্ঞাতসারে কোনো কাজ করে না।
গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনস্যুলেটে নিজের আসন্ন বিয়ের কাগজপত্র আনতে গিয়ে নির্মমভাবে খুন হন খাশোগি।
এ সম্পর্কে তুর্কি প্রেসিডেন্ট এরদোগান মঙ্গলবার তার দলের সংসদ সদস্যদের উদ্দেশে দেয়া বক্তৃতায় ওই পৈশাচিক হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ দিলেও তিনি এ ঘটনায় সৌদি যুবরাজের জড়িত থাকার সম্ভাবনার কথা উল্লেখ করেননি। কিন্তু তার একদিন পর তার উপদেষ্টা সরাসরি বিন সালমানের দিকে সংশয়ের আঙুল তুললেন। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের হাত থাকার সম্ভাবনা রয়েছে।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান মঙ্গলবারের বক্তব্যে গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে বলেন, খাশোগি ২৮ সেপ্টেম্বর প্রথমবারের মতো সৌদি কনস্যুলেটে যান। তখন সেখানকার কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার জন্য তাকে ২ অক্টোবর আবার আসতে বলেন। এই কয়েকদিনের মধ্যে খাশোগিকে হত্যা করার পরিকল্পনা পাকাপোক্ত হয় এবং কূটনৈতিক দায়মুক্তির সুবিধা নিয়ে সৌদি ঘাতক দল রাজতন্ত্র-বিরোধী সাংবাদিককে খুন করে।
সূত্র : পার্সটুডে
এসএ/