ঢাকা, শনিবার   ১১ মে ২০২৪,   বৈশাখ ২৮ ১৪৩১

৬০ বছর ধরে শুধুই পেপসি খেয়ে বেঁচে আছেন তিনি

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৮ বৃহস্পতিবার

শুনলে আশ্চর্য হবেন, কিন্তু ঘটনা পুরোই সত্য। আমরা তৃষ্ণা পেলে পানি খেয়ে থাকি, কিন্তু ইংল্যান্ডের সারের বাসিন্দা জ্যাকি পেজ নামের এক বৃদ্ধা নারী গত ছয় দশক ধরে পেপসি খেয়ে বেঁচে আছেন।

অবাক করা এই কাণ্ডটি ঘটেছে ইংল্যান্ডে। এই বৃদ্ধা নারীর বয়স ৭৭ বছর। গত ৬০ বছর ধরে তিনি পেপসি ছাড়া আর কিছুই পান করেননি। চা বা কফি খেতে তার ভালো লাগে না। পানি তিনি ছুঁয়েও দেখেননি এই ছয় দশকে। সকালে উঠে এক কাপ চায়ের বদলে তার এক ক্যান পেপসি না হলে চলেই না।

ইংল্যান্ডের সারের বাসিন্দা জ্যাকি পেজের দাবি করে বলেন, তিনি সকাল থেকেই পেপসি খাওয়া শুরু করেন। আর চার ক্যান পেপসিতেই তার দিন কেটে যায়।

আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, তার বয়স যখন ১৩ বছর, তখন থেকেই তিনি এই অভ্যাস চালু করেন। যা আজও চলছে।

যদিও পানি না খেয়ে এভাবে বেঁচে থাকা প্রায় অসম্ভব। কিন্তু তিনি যথেষ্ট সুস্থ ও স্লিমই রয়েছেন। তার ওজনও তেমন একটা বাড়েনি।

জ্যাকি বলেন, ‘আমি এটাকে আসক্তি বলব না। আমি আবার বোতল থেকে পেপসি খেতে ভালোবাসি না। ক্যান থেকে সরাসরি পেপসি খাই। আর সেটা অবশ্যই ঠান্ডা হতে হবে।’

তার নিজের হিসেব অনুযায়ী, এখন পর্যন্ত তিনি ৯৩,৪৪০ ক্যান পেপসি খেয়েছেন। তার মানে ৩০০০ কেজি শর্করা তার শরীরে গিয়েছে শুধু পেপসি থেকেই।

সূত্র : এবেলা

এসএ/