ঢাকা, বুধবার   ১২ নভেম্বর ২০২৫,   কার্তিক ২৭ ১৪৩২

চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য হলেন আরিফুর

প্রকাশিত : ০৫:৩০ পিএম, ২৬ অক্টোবর ২০১৮ শুক্রবার | আপডেট: ১০:৩৬ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য, ক্রিয়া  সংগঠক বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আরিফুর রহমান চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী পরিষদের সদস্য পদের উপ-নির্বাচনে এই পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় আরিফুর রহমানকে নির্বাচিত ঘোষণা করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) মোমিনুর রশিদ আমিন।    

উল্লেখ্য, আরিফুর রহমান চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী পরিষদের সদস্য। বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তাঁর বাড়ি সন্দ্বীপের মুছাপুর গ্রামে।

কেআই/  এসএইচ/