ঢাকা, শুক্রবার   ১৭ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

ইভিএম ক্ষতিকর কোনও পদ্ধতি নয়: সিইসি

প্রকাশিত : ০২:০৪ পিএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার

বিভিন্ন মাধ্যমে জনতাকে বোঝানোর পরই ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) চালু হবে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা। তিনি বলেন, ইভিএম ক্ষতিকর কোনও পদ্ধতি নয় বরং সময় ও অর্থ সাশ্রয়ী। বিভিন্ন দেশে এটা সফলভাবে চালু আছে। তবে দুষ্ট লোক এ সিস্টেমে ঢুকে ক্ষতি করতে চেষ্টা করবে। তই প্রশাসনের কাজ হবে সেটা প্রতিহত করা। আর সেভাবে জনবল গড়ে তোলা হবে বলে জানলেন সিইসি।

শনিবার বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরীর পাবলিক হল (জিয়া হল) চত্বরে ইভিএম মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদা এসব কথা বলেন। প্রসঙ্গত একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৮টি অঞ্চলে ইভিএম-এর মাধ্যমে ভোট প্রদানের প্রদর্শনী হচ্ছে আজ। এর অংশ হিসেবে খুলনায়ও হচ্ছে ইভিএম মেলা। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়।

সিইসি বলেন, নির্বাচন পদ্ধতিতে আমাদের দেশে কী না হয়। সে অবস্থার উন্নতির লক্ষ্যে এই ইভিএম। যা সবার সহযোগিতায় চালু হবে। এজন্য গ্রহণযোগ্য অবস্থায় নিতে প্রচার চালানো হচ্ছে। কারণ ভোটারদের সচেতনতা জরুরি।

খুলনায় ইভিএম মেলায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সেখানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী প্রমুখ।

একে//