ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

প্রথমবার বিটিভির নাটকে মৌ

প্রকাশিত : ০৭:২২ পিএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার

সাদিয়া ইসলাম মৌ।মডেলিং দিয়ে শুরু করলেও অভিনয়ে তাঁর প্রতিভার সাক্ষর রেখেছেন।ছোট পর্দায় জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।সাদিয়া ইসলাম মৌ অভিনীত অনেক নাটকই বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়েছে।  মিডিয়ায় দীর্ঘদিনের পথচলায় এবারই প্রথম মৌ বিটিভি প্রযোজিত কোন নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘নীড় ছোট ক্ষতি নেই’। নাটকটি লিখেছেন আবুল হায়াত, আর প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস।আবুল হায়াতের পরিচালনায় এতে তার সহ-শিল্পী হিল্লোল।

জানা গেছে, নাটকটি শনিবার রাত ৯টায় বিটিভিতে প্রচার হবে।

এই নাটক সম্পর্কে সাদিয়া ইসলাম মৌ বলেন, ‘নীড় ছোট ক্ষতি নেই’ আমার অভিনীত বিটিভির প্রথম নাটক। এর আগে প্যাকেজের আওতায় অনেক টিভি নাটকে অভিনয় করেছি। কিন্তু বিটিভি’র নিজস্ব প্রযোজনায় এবারই প্রথম। যদিও বিটিভির একজন নৃত্যশিল্পী হিসেবে আমার পথচলা শুরু হয়েছিল। তাই এই চ্যানেলটির সঙ্গে আমার আবেগ, অনুভূতি, অন্যরকম ভালোবাসা জড়িয়ে আছে।

কেআই/