বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের শাহাদাতবার্ষিকী আজ
প্রকাশিত : ০৮:১৭ এএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ০৮:৫৯ এএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি হামিদুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী আজ রোববার। ১৯৭১ সালের ২৮ অক্টোবর ভোরে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই সীমান্তে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন তিনি।
স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।
ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোরদা খালিশপুর গ্রামে জন্মগ্রহণ করেন হামিদুর রহমান। ২০০৭ সালের ১০ ডিসেম্বর মরদেহ ভারতের ত্রিপুরা থেকে এনে তার গ্রামের বাড়িতে পুনরায় দাফন করা হয়।
এসএ/