ঢাকা, রবিবার   ০৫ মে ২০২৪,   বৈশাখ ২২ ১৪৩১

গাইবান্ধায় ৪ সেতুর অচলাবস্থা (ভিডিও)

প্রকাশিত : ১০:১৯ এএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ১০:৩২ এএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার

দুই বছর পরও বন্যায় ক্ষতিগ্রস্ত গাইবান্ধার ৪টি সেতু মেরামত না হওয়ায় দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। কোনো রকম বাঁশের সাঁকো তৈরি করে চলাচল করতে হচ্ছে তাদের। এতে ঘটছে দুর্ঘটনাও।

এভাবে ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকো পার হয়ে স্কুলে যাতায়াত করে কোমলমতি শিক্ষার্থীরা। এ দৃশ্য ফুলছড়ি-গাইবান্ধা সড়কের বোয়ালী গ্রামের। গাইবান্ধার সাথে ফুলছড়ির যোগাযোগের একমাত্র সড়ক হওয়ায় দুর্ভোগে আছেন আশপাশের অন্তত ২৫ গ্রামের মানুষ।

শুধু বোয়ালী গ্রামে নয়; দুই বছরেও সংস্কার করা হয়নি বন্যায় ক্ষতিগ্রস্ত সাঘাটা-সিংড়িয়া, ফুলছড়ির পূর্ব ছালুয়া ও হাজীরহাট সেতু। চাঁদা দিয়ে বাঁশের সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা। আর এর উপর দিয়েই ঝুঁকি নিয়ে চলাচল করে নানা যানবাহন।

তবে আশার কথা শুনিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। সেতু সংস্কারে শিগগিরই দরপত্র আহ্বান করা হবে।

জনদুর্ভোগ বিবেচনায় দ্রুত কার্যকর উদ্যোগ দেখতে চান ভুক্তভোগীরা।

এসএ/