ঢাকা, শনিবার   ০২ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৮ ১৪৩২

রাজশাহীতে প্রাইভেট কার খাদে পড়ে নিহত ২

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১১:২২ এএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ১১:২৯ এএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার

রাজশাহীর বেলপুকুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৯টার দিকে বেলপুকুর থানার ভাঙড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামো নিমগাছি গ্রামের মৃত মোসলেমের ছেলে নিয়ামত আলী (৫৫) ও বগুড়া জেলার আদমদিঘী উপজেলার নসরতপুর গ্রামের মৃত আশরাফ সর্দারের ছেলে আব্দুল মান্নান সর্দার (৫৮)।

বেলপুকুর থানান ওসি গোলাম মোস্তফা বলেন, রোববার সকালে রাজশাহী থেকে নাটোরেরর দিকে যাচ্ছিল প্রাইভোট কারটি। রাজশাহী-নাটোর মহাসড়কের ভাঙড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালকসহ দুই আরোহী নিহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

একে//