ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

দেশে নূনতম আইনের শাসন থাকলে খালেদা জিয়া খালাস পাবেন: রিজভী

প্রকাশিত : ১২:৪৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ০১:২০ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে নূনতম আইনের শাসন থাকলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া বেকসুর খালাস পাবেন।

আজ রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুর্নীতির কাল্পনিক যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ অবাস্তব। এখানে কোনো দুর্নীতি হয় নি। খালেদা জিয়া ও তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে এতে জড়ানো হয়েছে।

খালেদা জিয়ার মুক্তি দাবি করে রুহুল কবির রিজভী বলেন, মিথ্যা মামলায় খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। তাঁকে সঠিক চিকিৎসাও দেওয়া হচ্ছে না। সরকারকে বলতো অতিসত্বর খালেদা জিয়াকে মুক্তি দিয়ে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করুন।

/ এআর /