ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

বিমান তৈরি করলো বিমান

প্রকাশিত : ০২:৩৩ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার | আপডেট: ০৩:০১ পিএম, ৩১ অক্টোবর ২০১৮ বুধবার

এক কৃষক স্বপ্ন দেখতেন কোন একদিন বিমানে উড়াবেন। যখন বুঝতে পারলেন যে তার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। তখন নিজেই সিদ্ধান্ত নিলেন বিমান বানাবেন। যে কথা শেষ কাজ। ইতোমধ্যে বিমান নির্মাণের কাজ শেষ হয়েছে। চীনের এক রসুনচাষীর এমন কাজ করেছে। ঝু উয়ে ও চাষীয় নাম।

খবর চ্যানেল নিউজ এশিয়ার। গণমাধ্যমের খবরে জানা গেছে, এয়ারবাস এ৩২০ মডেলের বিমানের পুরো রেপ্লিকা নির্মাণের কাজ অল্প বাকি আছে। চীনের উত্তর-পূর্বাঞ্চলে গমের জমিঘেরা একটি জায়গার ওপর তিনি এ বিমানটি তৈরি করছেন।

মাধ্যমিকের গণ্ডিও পার হতে পারেননি ঝু। এর আগেই পেঁয়াজ ও রসুনের চাষাবাদ শুরু করেন তিনি। পরে অবশ্য কাইইউয়ানের একটি শহরের কারখানায় ওয়েল্ডিংয়ের (ঝালাই) কাজ শুরু করেন। তবে গত বছর তিনি উপলব্ধি করেন, বিমান ওড়ানোর তার স্বপ্ন হয়তো কখনই পূরণ হবে না।

বার্তা সংস্থা এএফপিকে ঝু বলেন, আমি এখন মাঝবয়সী ও বুঝতে পারি আমি একটি বিমান কিনতেও পারব না কিন্তু আমি একটি বানাতে পারব।

তবে বিমান বানাতে গেলে খরচ যে কম নয় সেটিও জানতেন ঝু। তাই তিনি তার সঞ্চয়ের ২৬ লাখ ইউয়ানের বেশি (৩ কোটি ১৭ লাখ ৯০ হাজার টাকা) অর্থ বিমান নির্মাণে বিনিয়োগ করেন। ওই অর্থ দিয়ে এয়ারবাস ৩২০ মডেলের বিমানের মূল সাইজের চেয়ে এক-অষ্টমাংশ ছোট একটি খেলনা মডেলের বিমান তৈরি শুরু করেন ঝু।

টিআর/