ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

মহাখালী টার্মিনাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টার কর্মবিরতির দ্বিতীয় দিন চলছে আজ। এ দিনেও দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে আজ সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে।

গতকালের মত পরিবহন না পেয়ে মানুষকে দীর্ঘ সময় ধরে অপেক্ষায় থাকতে দেখা গেছে। বিশেষ করে কর্মজীবীদের পড়তে হচ্ছে বেশি ভোগান্তিতে।

শ্রমিক নেতারা বলেছেন, ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতি শেষ না হওয়া পর্যন্ত বাস চলাচল করবে না।

ধর্মঘটের ফলে রাজধানীর রাস্তায় যেমন চলছে না যানবাহন, তেমনি ঢুকতেও পারছে না ঢাকায়।

উল্লেখ্য, সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা ও হত্যা প্রমাণিত হলে ৩০২ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে পাস হয় ‘সড়ক পরিবহন আইন-২০১৮’। তবে এই আইন না মানার ঘোষণা দিয়ে আট দফা দাবি উত্থাপন করে ধর্মঘটে নেমেছে শ্রমিক ফেডারেশন। বেশ কয়েকটি পরিবহন মালিক সংগঠন শ্রমিকদের আন্দোলনে সমর্থন দিয়েছে। তারা গাড়ি বের না করার নির্দেশনাও দিয়েছেন।

এসএ/