সৌদির গোপন তথ্য ফাঁস করার কাছাকাছি ছিলেন খাশোগি
প্রকাশিত : ০১:৪৮ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

নিহত হওয়া সৌদি আরবের ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি ইয়েমেনে সৌদি বাহিনীর রাসায়নিক হামলার তথ্য প্রকাশের কাছাকাছি পর্যায়ে ছিলেন। সম্প্রতি তিনি তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কন্স্যুলেটে নিহত হন।
ব্রিটিশ সাপ্তাহিক সানডে এক্সপ্রেস বলেছে, নাম প্রকাশ না করার শর্তে খাশোগির এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন যে, তিনি তার বন্ধু জামাল খাশোগির কাছ থেকে রাসায়নিক হামলা সম্পর্কিত ‘ডকুমন্টোরি এভিডেন্স’ পেতে যাচ্ছিলেন। এতে ইয়েমেনে সৌদি বাহিনীর রাসায়নিক হামলার তথ্য-প্রমাণ ছিল।
খাশোগির বন্ধু বলেন, `নিহত হওয়ার এক সপ্তাহ আগে আমি তার সঙ্গে সাক্ষাৎ করি। তিনি অখুশি ছিলেন এবং তিনি চিন্তিত ছিলেন।
অখুশির কারণ জানতে চাইলে খাশোগি বলেন, `প্রকৃতপক্ষে তিনি এর জবাব দিতে চান নি।কিন্তু শেষ পর্যন্ত তিনি বলে ফেলেছিলেন যে, সৌদি আরবের পক্ষ থেকে রাসায়নিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তিনি প্রমাণ সংগ্রহ করছেন।
তথ্যসূত্র:পার্সটুডে
এমএইচ/