ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

গণভবনে ঐক্যফ্রন্টকে নৈশভোজের দাওয়াত   

প্রকাশিত : ১০:৫৭ পিএম, ২৯ অক্টোবর ২০১৮ সোমবার

ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের আহ্বানে সাড়া দিয়েছে আওয়ামী লীগ। সোমবার রাতে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুকে ফোন করে সংলাপের বিষয়ে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

ফোনের বিষয়টি নিশ্চিত করে মোস্তফা মহসিন মন্টু বলেন, ওবায়দুল কাদের ফোন করে সংলাপের জন্য গণভবনে নৈশভোজের দাওয়াত দিয়েছেন। তবে সংলাপ কবে হবে, তা ঠিক হয়নি। মঙ্গলবার বা বুধবার সংলাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান মন্টু।   

মোস্তফা মহসিন মন্টু বলেন, ওবায়দুল কাদের ঐক্যফ্রন্ট থেকে কতজন সংলাপে অংশ নেবে তা জানতে চান। জবাবে ১৫-২০ জনের প্রতিনিধিদল অংশ নেয়ার কথা জানানো হয়েছে।   

এর আগে সোমবার বিকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসতে সম্মত হয়েছে আওয়ামী লীগ। আমরা জাতীয় ঐক্যফ্রন্টকে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ তাদের সঙ্গে সংলাপে বসবে। আর এই সংলাপে আমাদের পক্ষে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা। তবে সংলাপ কবে ও কোথায় হবে, তা বিস্তারিত জানাননি তিনি।    

এসি