ঢাকা, বুধবার   ২২ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে: মান্না

প্রকাশিত : ০৬:৪৪ পিএম, ৩০ অক্টোবর ২০১৮ মঙ্গলবার

নির্বাচন ইস্যুতে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের আহ্বানে সাড়া দেওয়াকে সরকারের শুভবুদ্ধির উদয় হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, সরকারের আমন্ত্রণে সংলাপে জাতীয় ঐক্যফ্রন্ট যাবে। তবে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের এজেন্ডা নিয়ে সংলাপে আন্তরিকতার সঙ্গে কথা বলতে সরকারের প্রতি তিনি আহ্বান জানান।

আজ মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যে যোগদান অনুষ্ঠানে মান্না এ মন্তব্য করেন।

মান্না বলেন, ‘দেরিতে হলেও উনার শুভবুদ্ধির উদয় হয়েছে, উনি ডাকছেন, কথা বলতে চান, আমরা গিয়ে কথা বলব।’ 

‘উনারা বলেছেন, সংবিধানের বাইরে আমরা কোনো কথা বলতে চাই না। আমরা সংবিধানের মধ্যেই দেখিয়ে দেবো কীভাবে আমাদের দাবি মেনে নেওয়া সম্ভব। আমাদের সুস্পষ্ট কথা হচ্ছে, সাত দফাই আমাদের দাবি,’ বলছিলেন মান্না।

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার অভিযোগ করে মান্না সুষ্ঠু
নির্বাচনের স্বার্থে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।

এ সময় মান্না খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার শিকার উল্লেখ করে বলেন, কোনো রকম দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে থাকবার দরকার নেই, খালেদা জিয়ার মুক্তির দাবি আমাদের দাবি, ঐক্যফ্রন্টের দাবি, এটা সবার দাবি। কারণ, আমরা মনে করি, খালেদা জিয়ার ওপর যেটা করা হচ্ছে, সেটা নেহাতই রাজনৈতিক
উদ্দেশ্যপ্রণোদিত, এটার সঙ্গে যাওয়ার কোনো প্রশ্ন আসে না।’   

এসি