ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৯ ১৪৩২

দেশের মানুষ যেন উন্নত জীবন যাপন করতে পারে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১:০২ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে, বর্তমান ও আগামী প্রজন্ম যেন বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াতে পারে সেলক্ষ্যে কাজ করছে সরকার। দেশের মানুষ যেন বিশ্ববাসীর সঙ্গে তাল মিলিয়ে উন্নত জীবন যাপন করতে পারে সেজন্য কাজে করে যাচ্ছে সরকার।

আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ৫৬ টি জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বর্তমান তরুণ প্রজন্মের জীবন যেন সুন্দর হয়, ভবিষ্যত প্রজন্ম যেন উন্নত সমৃদ্ধ দেশ পায় সেটিই আমাদের লক্ষ্য। এই বিষয়টি মাথায় রেখেই দেশের মানুষের ভাগ্যেন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার।

জাতির জনক শেখ মুজিবুর রহমান হত্যার পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার সময় আমি ও আমার ছোট বোন দেশের বাইরে ছিলাম। আল্লাহর রহমত ছিল বলেই হয়তো আমরা বেঁচেছিলাম। দেশের মানুষের জন্য কাজ করার জন্যই হয়তো আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন। বাবা-মাকে হত্যার পর আমাদের দেশেও আসতে দেওয়া হচ্ছিল না। দেশে আসার পর ধানমন্ডির বাড়িতেও ঢুকতে দেওয়া হয়নি। তিনি বলেন, জাতির জনকের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি। দেশের মানুষের মুখে হাসি ফোটানোই আমার লক্ষ্য।  

২০১৪ সালের নির্বাচনকালীন সময়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর নাম করে বিএনপি-জামায়াতের জীবন্ত মানুষকে পুড়িয়া মারা দেখেছে দেশবাসী। ৯২ দিন অবরোধ করেছে। প্রায় ৫০০ মানুষকে জীবন্ত পুড়িয়ে মেরেছে। তিন সহস্রাধিক মানুষ পঙ্গু হয়েছে। বহু পরিবার তছনছ হয়ে গেছে এই নৃশংসতায়।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাসের ক্ষয়ক্ষতি থেকে ঘুরে দাঁড়িয়েছে দেশ। বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহবান জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সুন্দরবনকে দস্যুমুক্ত এলাকা ঘোষণা দেন।  

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ মন্ত্রিসভার সদস্য ও আওয়ামী লীগের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

/ এআর /