ঢাকা, সোমবার   ১১ নভেম্বর ২০২৪,   কার্তিক ২৬ ১৪৩১

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ০১:৩২ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০২:৩৪ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালের মূল সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেই ভাগ্যে ৪-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে যুবারা।
তবে বৃহস্পতিবার নেপালের আনফা কমপ্লেক্সে সূচনাটা দারুণ করে ভারত। ১৭ মিনিটে দূরপাল্লার শটে গোলরক্ষক মেহেদী হাসানকে বোকা বানিয়ে দলকে লিড এনে দেয় হার্শ শৈলাস।
পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। মুহুর্মুহু আক্রমণে ভারতকে চেপে ধরে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু প্রতিপক্ষের ইস্পাত-কঠিন রক্ষণভাগে চিড় ধরাতে পারছিল না তারা। ফলে প্রথমার্ধে গোলবিমুখ থাকতে হয় তাদের।
বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় মালদ্বীপকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে শুরু বাংলাদেশের। পরের ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে দশজনের দল নিয়েও লাল-সবুজের প্রতিনিধিরা ২-১ গোলের জয়ে এ-গ্রুপের চ্যাম্পিয়ন হয়।

এসএ/