ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ১৭ ১৪৩১

২২ জন শিক্ষক নিয়োগ দেবে বঙ্গবন্ধু মেরিটাইম ইউনিভার্সিটি

প্রকাশিত : ০১:৩২ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি (বশেমুরমেইউ)। প্রতিষ্ঠানটি ৪ ক্যাটাগরিতে ২২ জন শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।

অধ্যাপক পদ

১. অফশোর ইঞ্জিনিয়ারিং-০১

২. মেরিটাইম ল’ এন্ড পলিসি-০১

৩. ব্যবস্থাপনা-০১

৪. পদার্থবিদ্যা-০১

সহযোগী অধ্যাপক পদ

১. পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট-০১

২. নটিক্যাল সায়েন্স-০১

৩. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি-০১

৪. ওশানোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি-০১

সহকারী অধ্যাপক পদ

১. ব্যবস্থাপনা-০১

২. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি-০১

৩. বাংলা-০১

৪. পোর্ট এন্ড শিপিং ম্যানেজম্যান্ট-০১

৫. অফশোর ইঞ্জিনিয়ারিং-০১

৬. ওশানোগ্রাফি এন্ড হাইড্রোগ্রাফি-০২

প্রভাষক

১. পোর্ট এন্ড শিপিং ম্যানেজম্যান্ট-০১

২. নটিক্যাল সায়েন্স-০১

৩. মেরিটাইম ল’ এন্ড পলিসি-০২

৪. গণিত-০১

৫. ব্যবস্থাপনা-০১

যোগ্যতা

সব পদের প্রার্থীদের স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড় অভিজ্ঞতা এবং আবেদনের শর্তাবলী সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.bsmrmu.edu.bd) দেওয়া হয়েছে। এছাড়া নিয়োগ বিজ্ঞপ্তিটি সরাসরি পেতে প্রতিষ্ঠানটির এই http://www.bsmrmu.edu.bd/assets/uploads/pdf/2018/ad-notice/circular_teahers_30_10.pdf  লিংকটি দেখুন।

আবেদনের সময়সীমা

আগামী ২৯ নভেম্বর ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।

একে//