শেখ হাসিনার বাংলাদেশে দস্যুবৃত্তির দরকার হবে না: র্যাব প্রধান
প্রকাশিত : ০১:৩৬ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০১:৩৭ পিএম, ১ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

শেখ হাসিনার বাংলাদেশে দস্যুবৃত্তির প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, দেশের মানুষের মাথাপিছু আয় ১৮০০ ডলার। কেউ না খেয়ে থাকছে না। তাহলে দস্যুবৃত্তি করতে হবে কেন?
আজ বৃহস্পতিবার বাগেরহাটে ৬ টি দস্যুবাহিনীর অস্র সমর্পন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বেনজীর আহমেদ বলেন, আত্মসমর্পণ করা বন ও জলদস্যুদের পূনর্বাসনে ব্যবস্থা নেওয়া হবে। আগে যারা আত্মসমর্পন করেছিল তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে দিয়েছে সরকার। আজ যারা আত্মসমর্পন করেছে তাদেরও নানাভাবে সহায়তা করা হবে।
র্যাব প্রধান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দূর করেছেন। দারিদ্র দূর করেছেন। তাহলে দস্যুবৃত্তি করে জীবন যাপন করতে হবে কেন?
তিনি আত্মসমর্পন করা ব্যাক্তিদের উদ্দেশে বলেন, আসুন আমরা উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখি। যেখানে দস্যুবৃত্তি থাকবে না, সন্ত্রাস-জঙ্গিবাদ থাকবে না।
প্রসঙ্গত, আজ স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সুন্দরবনের ৬ টি দস্যু বাহিনী অস্ত্র সমর্পন করে আত্মসমর্পন করেছে। এরা ৬০ টি অস্ত্র ও ৩ হাজার গুলি জমা দিয়েছে। এ নিয়ে ৩২ টি বাহিনী অস্ত্র সমর্পন করলো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছেন।
/ এআর /