তৃতীয় সপ্তাহে ‘দেবী’
প্রকাশিত : ০২:৪৫ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

অনম বিশ্বাস পরিচালিত ‘দেবী’ সিনেমাটি ১৯ অক্টোবর মুক্তি পেয়েছিল ২৮টি প্রেক্ষাগৃহে। মুক্তির দ্বিতীয় সপ্তাহে হলের সংখ্যা বৃদ্ধি করা হয়। আজ তৃতীয় সপ্তাহে পা রাখলো হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে নির্মিত সিনেমা ‘দেবী’।
তৃতীয় সপ্তাহে সারাদেশে ৫০টি সিনেমা হলে চলছে ‘দেবী’। ঢাকায়- ‘স্টার সিনেপ্লেক্স’, ‘ব্লকবাস্টার’, ‘বলাকা’, ‘শ্যামলী’, ‘মধুমিতা’ হলে এই সপ্তাহেও চলবে সিনেমাটি।
দেবী’র প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘প্রথম সপ্তাহে ২৮, দ্বিতীয়তে ৩৫, এবার ৫০টি হল পেল ‘দেবী’। আমি চাই এভাবেই সিনেমাটি ছড়িয়ে পড়ুক সারাদেশে।’
উল্লেখ্য, এই সিনেমাতে মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, আর রানু চরিত্রে দেখা গেছে জয়া আহসানকে। আরও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ।
সরকারি অনুদানের এ সিনেমাটির যৌথ প্রযোজক জয়া আহসানের সি-তে সিনেমা। সিনেমাটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।
এসএ/