ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫,   বৈশাখ ২৭ ১৪৩২

জোভান-তাসনুভার ‘তোমাকে খুঁজি’ (ভিডিও)

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

অভিনেতা জোভান ও অভিনেত্রী তাসনুভা জুটি হলেন একটি মিউজিক ভিডিওতে। গানের শিরোনাম ‘তোমাকে খুঁজি’।

গানের কণ্ঠশিল্পী দীন ইসলাম শাহরুখ। নবীন এই কণ্ঠশিল্পীর জন্য গানের কথা ও সুর করেছেন আকিব খান অভির। আর মিউজিক কম্পোজ করেছেন শিল্পী শাহরুখ নিজেই। ভিডিওটি পরিচালনা করেছেন মোহন আহমেদ।
নতুন গান প্রসঙ্গে কণ্ঠশিল্পী শাহরুখ বলেন, ‘একটি অন্যরকম প্রেমের গান এটি। এই সময়ের তরুণরা যে ধরনের গান পছন্দ করেন, গানটি সেরকমই একটা গান। আশা করছি শ্রোতারা নিরাশ হবেন না।’
গতকাল বৃহস্পতিবার লায়নিকের ব্যানারে অনলাইনে গানটি প্রকাশ পেয়েছে। এই প্রতিষ্ঠান থেকেই তার আরও কিছু গান প্রকাশের অপেক্ষায় রয়েছে বলে জানয়েছেন শিল্পী।

গানটি দেখুন :

এসএ/