ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

সংলাপে যে দাবি করবেন বি চৌধুরী

প্রধানমন্ত্রী সঙ্গে যুক্তফ্রন্টের সংলাপ শুরু

প্রকাশিত : ০৮:০১ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:২৮ পিএম, ২ নভেম্বর ২০১৮ শুক্রবার

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী সঙ্গে সংলাপে বসেছেন ডা. বদরুদ্দোজা চেীধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের প্রতিনিধি দল। আজ শুক্রবার রাত সাড়ে ৮টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সংলাপ শুরু হয়। এই সংলাপে বি. চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ১৫ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে গণভবনে গিয়েছেন জোটের ২১ নেতা।

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশ’র প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী আগেই বলেছেন, প্রধানমন্ত্রীর সাথে সংলাপে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করবেন। এবং কিভাবে তা হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা সাপেক্ষে ঠিক করা হবে।

এরই মধ্যে সংলাপ শেষে নৈশভোজে নিজের জন্য খাবারের তালিকা পাঠিয়েছেন বিকল্পধারার চেয়ারম্যান একিউএম বদরুদোজ্জা চৌধুরীর। যাতে রয়েছে- সাদা ভাত, লাল আটার রুটি, ফুলকপি, সীম, আলু ভাজি, যেকোনো মাছের ঝোল ও মসুর ডাল। বি. চৌধুরীর নৈশভোজের এ মেন্যুর ব্যাপারটি তার প্রেস সচিব জাহাঙ্গীর আলম নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার বিকল্পধারাকেও সংলাপে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়।

 টিআর/