ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ভূমিকম্প ও গ্রিল মুরগি

তানভীর আলাদিন

প্রকাশিত : ১২:০৪ এএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ১০:৩২ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার

ভাই ভূমিকম্প হলো মনে হয়! টের পেয়েছেন?

-কখন?
-এই একটু আগে...
- তাই নাকি, আমিতো ভেবেছি গতরাতের ফিলিংসটা এখনো রয়ে গেছে...!
- ওই যে ভাই টিভিতেও দেখাচ্ছে, হ্যাঁ ভূমিকম্পই ঠিক...
- তার মানে ওয়াইনগুলো আর আগের মতো নেই! সব জায়গায় ভেজাল, কওতো দেশটা এগুবে কিভাবে?
- আমি আছি ভূমিকম্পের ভয়ে, আর আপনি আছেন আপনার মদ নিয়ে...
- ভূমিকম্প নিয়ে এতো ভয়ের কী আছে?
- ভয় পাবো না মানে!! আমারতো পুড়ে গ্রিল মুরগি হয়ে যাবো! 
- সেটা আবার কী?
- সেটা হচ্ছে, পাইপলাইনের মাধ্যমে ঘরে-ঘরে যেভাবে গ্যাস সরবরাহ করা হলো, এতে যদি বড়মাত্রার একটি ভূমিকম্প হয়, ভেবে দেখুনতো পুড়ে গ্রিলমুরগি হওয়া ছাড়া বিকল্প কোনো পথ আছে ?


- আসলে এভাবেতো ভাবিনি, তাছাড়া নিরাপত্তার জন্যেতো আমরা ঘরের বারান্দাসহ সব জায়গায় গ্রিল লাগিয়ে নিজেরাই নিজেদের জেলখানার বন্দীদশায় রেখেছি...!
- এখন তাহলে উপায়? 
- উপায় বলতে আপনারা যারা দেশের কল-কব্জা নাড়েন, তারা একটু মাতলামো ছেড়ে স্বাভাবিক হয়ে দেশের কথা ভাবুন, উপায় বের করুন, সচেতন করে তুলেন...। দেশের বড়চোর-ছোটচোর সবাইকে বিভিন্ন ধরণের নেশা থেকে বেরিয়ে আসতে হবে! বিশেষ করে লোভের নেশা, শর্টকাটে বড়লোক হওয়ার নেশা থেকে সবাইকে বের করে আনুন। তাছাড়া পাইপলাইনে গ্যাস সরবরাহ বাদ দিয়ে সবাইকে সিলিন্ডার গ্যাস ব্যবহারের অভ্যস্ত করতে হবে, সেই সঙ্গে উন্নতমানের সিলিন্ডার প্রাপ্তির নিশ্চয়তা দিতে হবে কতৃপক্ষকে। 

এসি