ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪,   অগ্রাহায়ণ ২০ ১৪৩১

চাইলেই বিয়ে করা যায় না: আলিয়া

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার | আপডেট: ০৪:১৬ পিএম, ৩ নভেম্বর ২০১৮ শনিবার

আলিয়া ভাট। ব্যস্ততা তার সিনেমা আর নতুন প্রেম নিয়ে। তার নতুন সিনেমা ‘সাদাক ২’ মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে সিনেমা নিয়ে সংবাদের পাশাপাশি রণবীরের সঙ্গে প্রেম ও বিয়ে নিয়ে আলোচনায় রয়েছেন তিনি। আলিয়া ও রণবীরের দুই পরিবার তাদের সম্পর্ক নিয়ে ইতিবাচক হলেও এখনই বিয়ে করতে চাচ্ছেন না দুজনের কেউই। তবে শোনা যাচ্ছে আগামীবছরের শেষের দিকে গাঁটছড়া বাঁধবেন তারা।

এ প্রসঙ্গে আলিয়া বলেন, ‘চাইলেই তো যখন তখন বিয়ে করা যায় না। সময় হলে অবশ্যই বিয়ের খবর সবাইকে জানাবো।’

উল্লেখ্য, ‘সাদাক ২’ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বাবা মহেশ ভাটের পরিচালনায় পর্দায় আসছেন আলিয়া। সিনেমাটি মহেশ পরিবারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। কারণ প্রায় ২০ বছর পর আবারও সিনেমা নির্মাণ করলেন মহেশ। আর এই সিনেমায় প্রথমবার মেয়ে পূজা ভাট ও আলিয়া ভাটকে কাস্ট করলেন তিনি।

অন্যদিকে প্রায় ১৭ বছর পর আবারও বলিউডে অভিনয় করলেন পূজা ভাট। ২০০১ সালে ‘এভরিবডি সেয়েস আই অ্যাম ফাইন’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় পূজার। এরপর আর কোনো সিনেমাতে দেখা যায়নি পূজাকে। সিনেমাটির পরিচালনা করেন রাহুল বোস।

ইতিমধ্যে ‘সাদাক ২’ সিনেমাটির টিজার প্রকাশ পেয়েছে। সেটি ইনস্টাগ্রামে পোস্ট করেন পূজা ও আলিয়া। এমূহুর্তে সিনেমাটির প্রচারণা নিয়েও ব্যস্ত তারা।

এসএ/