ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

জাতীয় ঐক্যফ্রন্ট

মুখপাত্র মির্জা ফখরুল ও মন্টু সমন্বয়ক

প্রকাশিত : ১০:৫৯ এএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার

একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে ঘোষিত জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র নির্বাচিত হয়েছেন ফ্রন্টের প্রধান শরিক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে গণফোমারের মহাসচিব মোস্তফা মহসীন মন্টুকে।

গতকাল শনিবার  রাতে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেনের চেম্বারে অনুষ্ঠিত স্টিয়ারিং কমিটির বৈঠকে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। ঐক্যফ্রন্টের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এতোদিন ফ্রন্টের মুখপাত্রের দায়িত্বে ছিলেন জাসদ সভাপতি আসম আব্দুর রব। তিনি নিজ থেকেই দায়িত্ব থেকে সরে গেছেন। তাই মির্জা ফখরুলকে নির্বাচিত করেছেন সবাই। এর আগে, গত ৩০ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্রের দায়িত্ব পেয়েছিলেন আ স ম আবদুর রব।

/ এআর /