ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

“দুইয়ের বেশি সন্তান থাকলে ভোটাধিকার কেড়ে নেওয়া উচিৎ” 

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ০৮:০৫ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার

সন্তান যদি বেশি হয় তাহলে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া উচিৎ বলে মন্তব্য করেছেন রামদেব। বিভিন্ন মন্তব্যে যারা খবরের শিরোনামে থাকতে অভ্যস্ত। তাদের মধ্যে যোগগুরু রামদেব অন্যতম। এবার সন্তান নীতি নিয়ে তিনি এ মন্তব্য করলেন। 

একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ”আমার মত যারা বিয়ে করেননি, তাদের বিশেষ সম্মান দেওয়া উচিৎ। আর দুইয়ের বেশি সন্তান হলে সেই পরিবারকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা উচিৎ বলেও উল্লেখ করেন তিনি। জনসংখ্যা নিয়ন্ত্রণ করতেই এসব উপায়ের কথা বলেন রামদেব। 

তবে ‌এইসব মন্তব্য করে হয়ত তিনি বুঝতে পারেন যে এতে আঘাত লাগতে পারে অনেকের। তাই আবার নিজেকে সামলে নিয়ে বলেন, ”যদিও হিন্দুশাস্ত্রে বলা হয়েছে যে, যখন জনসংখ্যার অভাব পড়বে তখন ১০ জন সন্তানের জন্ম দেওয়া উচিৎ।” রামদেব বলেন, ”কারও ১০ জন সন্তান থাকলে আমাকেও দু’একজন দিয়ে দিন।” কলকাতা ২৪

এসি