অবসরের ঘোষণা দিলেন মামুনুল ইসলাম
প্রকাশিত : ০৩:০১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৬ সোমবার | আপডেট: ০৩:০১ পিএম, ৫ সেপ্টেম্বর ২০১৬ সোমবার
অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে ভুটানের বিপক্ষে ম্যাচে দলে জায়গা না হওয়ায় অবসরের ঘোষণা দেন তিনি।
ভুটানের বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দলকে ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই দলে নেই মামুনুল ইসলাম। দল ঘোষণার পর পরই জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। শুধু মামুনুলই নয় বাফুফে ঘোষিত দলে জায়গা হয়নি নাসির হোসেন, ওয়ালী ফয়সাল ও ইয়ামিন মুন্নার।