ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

শামসুল আরেফীন বিএসটিআই এর নতুন মহাপরিচালক

প্রকাশিত : ০৪:১৭ পিএম, ৫ নভেম্বর ২০১৮ সোমবার

জাতীয় মান সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে যোগ দিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব একেএম শামসুল আরেফীন।

রোববার তিনি বিএসটিআইতে নতুন মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন। তিনি শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রীর একান্ত সচিবের দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং মাঠ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের মেধাবী ছাত্র একেএম শামসুল আরেফীন ১৯৮৬ সালে রেগুলার ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা।

১৯৮৯ সালে তিনি সরকারি চাকরিতে যোগ দেন। চাকরি জীবনে তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জর্ডান, জার্মানি, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিভিন্ন দেশ সফর এবং বিভিন্ন প্রশিক্ষণ কোর্স সম্পন্ন করেন। ২০১৭ সালে তিনি অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতিপ্রাপ্ত হন। ১৯৬১ সালে ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।