ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

কাল তফসিল

প্রকাশিত : ০৪:০৫ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার | আপডেট: ০৬:৪৬ পিএম, ৭ নভেম্বর ২০১৮ বুধবার

আগামীকাল ৮ নভেম্বর (বৃহস্পতিবার) একাদশ জাতীয় সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তফসিল ঘোষণা করবেন নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে এক ভাষনের মাধ্যমে এই তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশন একযোগে সিইসি’র এই ভাষণ সম্প্রচার করবে।

সবকিছু ঠিকঠাক থাকলে এই ঘোষনার মাধ্যমেই শুরু হবে একাদশ জাতীয় নির্বাচনের মূল আনুষ্ঠানিকতা। তফসিল ঘোষনার ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে।

//এস এইচ এস//