ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

রাজধানীতে বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৩:৫৭ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে ১৩ লাখ টাকাসহ আটজনকে গ্রেফতার করছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। আজ রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তারা একটি এনজিওর কর্মী বলেও জানিয়েছেন পুলিশ।

পুলিশের অভিযোগ এই গ্রুপটি জেএমবি ও আনসার আল ইসলামকে আর্থিকভাবে সহায়তা করতে পাকিস্তানসহ কয়েকটি দেশ থেকে অর্থ সংগ্রহ করেছে। তারা চট্টগ্রাম অঞ্চলে নিজেদের জঙ্গি তৎপরতা জোরদার করতে চেয়েছিল।

এবিষয়ে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের উপ কমিশনার মহিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বুধবার রাতে মিরপুরে অভিযান চালিয়ে `স্মল কাইন্ডনেস বাংলাদেশ` নামের ওই এনজিওর আটজনকে তারা গ্রেফতার করেন। গ্রেফতারকারীদের এখনও নাম প্রকাশ করে নি পুলিশ।

 

 টিআর/