ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

সিইসির ভাষণ শুরু

প্রকাশিত : ০৭:০৯ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার | আপডেট: ০৭:১৫ পিএম, ৮ নভেম্বর ২০১৮ বৃহস্পতিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনান কে এম নূরুল হুদার বহুল প্রত্যাশিত ভাষণ শুরু হয়েছে। এই ভাষণেই নির্বাচনের তফসিল ঘোষণা করবেন তিনি। কিছুক্ষণের মধ্যেই জানা যাবে কবে হচ্ছে একাদশ জাতীয় নির্বাচন।

আজ সন্ধ্যা ৭টায় এই ভাষণ শুরু হয়। বাংলাদেশ টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশনগুলো ভাষণটি সম্প্রচার করছে। 

ভাষণে প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে দেশবাসীকে অবহিত করেন। অনলাইনে মনোনয়ন পত্র দাখিলের সুযোগ আছে বলে জানান তিনি।

তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যকার দূরত্ব কমিয়ে আনার আহবান জানান। সেই সঙ্গে সব দলের অংশগ্রহণে একটি প্রতিযোগিতামূলক নির্ব াচন অনুষ্ঠানের আশা ব্যক্ত করেন।