ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

জেনে নিন হোয়াটসঅ্যাপে কীভাবে নম্বর চেঞ্জ করবেন

প্রকাশিত : ০৯:২৭ এএম, ৯ নভেম্বর ২০১৮ শুক্রবার | আপডেট: ০৯:২৯ এএম, ৯ নভেম্বর ২০১৮ শুক্রবার

হোয়াটসঅ্যাপ ইউজাররা অ্যাপটির মাধ্যমে টেক্সট, ডকুমেন্টস, ছবি, অডিও, ভিডিও, সবকিছুই শেয়ার করতে পারেন৷ আর তাই দিন দিন বেড়ে চলেছে ম্যাসেজিং অ্যাপটির জনপ্রিয়তা৷ কিন্তু অনেক সময়ই আমরা প্রয়োজনের খাতিরে মোবাইল নম্বর পরিবর্তন করে থাকি৷ যার ফলে ডেটা হারানোর ভয় থাকে৷ কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ‘চেঞ্জ নম্বর’ ফিচারটি৷

তাই যেখানে নম্বর চেঞ্জ করুন একেবারে নির্দিধায়৷ ফিচারটির মারফত ইউজারের পুরনো ফোন নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিমেষে পৌঁছে যাবে নতুন ফোন নম্বরে৷ পোহাতে হবে না কোন ঝঞ্ঝাট৷ কিন্তু এখনও পর্যন্ত অনেকেই জানেন না ফিচারটির সম্পর্কে৷ আবার অনেকে জানেন কিন্তু পুরোপুরিভাবে নয়৷ তাই চলুন জেনে নেওয়া যাক কীভাবে বদলে ফেলবেন হোয়ায়সঅ্যাপে রেজিস্টার করা পুরনো নম্বরটিকে।

প্রথমে ডিভাইসে নতুন সিম কার্ডটি ইনসার্ট করুন৷ এবার হোয়াটসঅ্যাপ ওপেন করে রেজিস্টার করা নম্বরটি চেক করুন৷ হোয়াটসঅ্যাপ-মেনু-সেটিংস-প্রফাইল ফটো৷ এরপর অনুসরণ করুন নির্দিষ্ট স্টেপগুলো৷ হোয়াটসঅ্যাপ-মেনু-সেটিংস-অ্যাকাউন্ট-চেঞ্জ নম্বর৷ অপশন দেখে নিয়ে পুরনো নম্বরটিকে এন্টার করুন৷ নিচে আরও একটি বক্স থাকবে৷ সেখানে নতুন নম্বরটিকে এন্টার করুন৷ এরপর, ‘ডান’ অপশনটিতে ক্লিক করুন৷

আর আইফোনের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্যও রইল প্রয়োজনীয় স্টেপস৷ সেটিংস-অ্যাকাউন্ট-চেঞ্জ নম্বর৷ প্রথম বক্সে নিজের পুরনো নম্বরটি এন্টার করুন৷ সেকেন্ড বক্সে নতুন নম্বরটি৷ এরপর ডান করে নম্বর চেঞ্জের প্রসেসটিকে শেষ করুন৷ এখানে জেনে রাখুন একটি বিষয়৷ নম্বর চেঞ্জ করলে ইউজারের কনট্যাক্ট লিস্টে থাকা প্রত্যেকটি কনট্যাক্ট নম্বর আলাদাভাবে নোটিফিকেশন পাবেন না৷ তবে ইউজাররা গ্রুপ চ্যাটের সময় নম্বর চেঞ্জের বিষয়টি দেখতে পাবেন৷