ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪,   বৈশাখ ২৬ ১৪৩১

নির্বাচনী উপকরণ অপসারণের নির্দেশ কমিশনের [ভিডিও]

প্রকাশিত : ১০:৩১ পিএম, ৯ নভেম্বর ২০১৮ শুক্রবার

আগামী শুক্রবারের মধ্যে পোস্টার, ফেস্টুন তোরণসহ সব প্রচার উপকরণ অপসারণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, ১ ডিসেম্বর থেকে প্রচার শুরু করতে পারবেন প্রার্থীরা। আর জোটবদ্ধ নির্বাচন করতে তিন দিনের মধ্যে জানাতে দলগুলোকে অনুরোধ করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে ৩০০ সংসদীয় আসনের জন্য ৬৬জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে কমিশন।

তফসিল ঘোষণার পর দিনই দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।

তিনি জানান, পহেলা ডিসেম্বরের আগে প্রার্থীরা প্রচার চালাতে পারবেন না। আর আগামী সাত দিনের মধ্যে প্রচার উপকরণ না সরালে আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান সচিব।

তিনি বলেন, প্রার্থীর ব্যয় ভোটার প্রতি ১০ টাকা এবং ১১ নভম্বের থেকে অনলাইনে মনোনয়ন দাখিল করা যাবে।

জোটবদ্ধভাবে নির্বাচন করতে তিন দিনের মধ্যে কমিশনকে জানাতে হবে বলেও জানান সচিব। আর অনিবন্ধিত রাজনৈতিক দল জোটগতভাবে নির্বাচন করতে পারবে বলেও জানান তিনি।

এদিকে ৩০০ সংসদীয় আসনের জন্য ৬৬ জন রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে কমিশন। ৬৪ জেলায় রিটার্নিং অফিসার হিসেবে থাকবেন জেলা প্রশাসক। আর ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিন এলাকার জন্য থাকবেন বিভাগীয় কমিশনার।

ভিডিও: https://youtu.be/1QQxD2tLu3g