ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১২ ১৪৩২

বিএনপির দিনব্যাপী বৈঠক আজ

প্রকাশিত : ০৮:৫০ এএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার

বিএনপির স্থায়ী কমিটি কয়েকজন সদস্য আজ শনিবার দিনব্যাপী বৈঠক করবেন। বৈঠকে আসন্ন একাদশ জাতীয় নির্বাচনি পরিকল্পনা তৈরি করবেন দলটির নেতারা।

এরপর নির্বাচনের বিষয়ে চূড়ান্ত মতামত নিতে আজ সন্ধ্যা ৬টায় ২০ মিনিটে দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে। নির্বাচন, মনোনয়ন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে বৈঠকে।

জোটের এ বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিড়িয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

২০ দলীয় জোট সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে আগামী নির্বাচনে ২০ দলীয় জোট অংশ নেবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। পাশাপাশি জোটের নেতারা কে, কোথায় নির্বাচন করবেন সেই বিষয়েও আলোচনা হবে। এছাড়া আগামীতে কি ধরনের কর্মসূচি দেওয়া হবে তা নিয়েও আলোচনা হবে।

প্রসঙ্গত, এর আগে গত ৮ নভেম্বর ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের ফলোআপ হিসেবে আজকের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছে সূত্র।

একে//