ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পূর্বাঞ্চল

প্রকাশিত : ১১:১৮ এএম, ১১ নভেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১১:১৯ এএম, ১১ নভেম্বর ২০১৮ রবিবার

সিলেটসহ দেশের পূর্বাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ভারতের মিজোরামের ছমপাই জেলা৷ সেখানে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩। তবে তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

শনিবার রাত ১১টা ১৫ মিনিট ৪৮ সেকেন্ডে এ ভূমিকম্প আঘাত হানে। এটি স্থায়ী ছিল প্রায় ৫ সেকেন্ড। তবে বাসা-বাড়িতে অনেকেই কম্পন টের পায়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, মায়ানমারেও মাঝারি কম্পন টের পাওয়া গেছে৷ রিখটার স্কেলে ৫ দশমিক ২ কম্পাঙ্কের তীব্রতা ধরা পড়ে৷

একে//