ঢাকা, সোমবার   ১৭ জুন ২০২৪,   আষাঢ় ২ ১৪৩১

৭৯ ওভারে ২৭০/৩

মুমিনুল-মুশফিকের সেঞ্চুরি, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ০৩:৫৩ পিএম, ১১ নভেম্বর ২০১৮ রবিবার | আপডেট: ১২:৩১ পিএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার

জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ব্যাটিং এ নেমেই বিপর্যয়। তবে দলর যখন করুণ অবস্থায়, ঠিক তখন মুমিনুল ও মুশফিকের দারুণ দুটি সেঞ্চুরিতে এগিয়ে যাচ্ছে টিম টাইগার।
এর আগে লিটন দাস ৯ ও ইমরুল কায়েস শূন্য রানে সাজঘরে ফেরেন। কোনো রান না নিয়ে আউট হন এই ম্যাচে অভিষেক হওয়া মিঠুনও।   
এদিকে ম্যাচের বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এসেছে। তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত, পেসার আবু জায়েদ রাহি ও স্পিনার নাজমুল ইসলাম অপু বাদ পড়েছেন।
দলে চমক হিসেবে অভিষেক হয়েছে ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও পেসার খালেদ আহমেদের। আর ফিরেছেন কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমান।
শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ- ৭৯ ওভারে ২৭০/৩।
বাংলাদেশ একাদশ :
লিটন দাস, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদ।
এসএ/