ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

শিক্ষকতা পেশায় ঈশিতা

প্রকাশিত : ০২:০৫ পিএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৬:৫৮ পিএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার

অভিনেত্রী, নৃত্যশিল্পী, নাট্য নির্দেশক ও গায়িকা তিনি। এবার শিক্ষক হিসেবে নাম লেখালেন রুমানা রশীদ ঈশিতা।
ঢাকার বনানীতে অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের আওতাধীন মার্কেটিং বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেছেন তিনি।
গত এক মাসেরও বেশি সময় ধরে তিনি এ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পড়াচ্ছেন। এ মুহূর্তে শিক্ষকতা পেশাটি বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

এ প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘মাত্র কিছুদিন হল শিক্ষকতা শুরু করেছি। ভীষণ উপভোগ করছি এ পেশা। শিক্ষকতা মহান পেশা, শিক্ষার্থীদের পড়াতে এসে তাদের শ্রদ্ধা-ভালোবাসা এ পেশার প্রতি ভালোবাসা বাড়িয়ে দিয়েছে আমাকে। প্রতিদিনই নতুন আমাকে আবিষ্কার করছি।’
তিনি আরও বলেন, ‘আবার এটাও সত্যি যে, এ পেশার জন্য নিজেকেও অনেক স্টাডি করতে হয়, অনেক কিছুই জানতে হয়। চেষ্টা করছি মানিয়ে নেয়ার।’ প্রতিষ্ঠানটিতে তিনি খণ্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করছেন।’
এসএ/