ইভিএম-এ ভোট দেবেন যেভাবে (ভিডিও)
শাওন সোলায়মান
প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার | আপডেট: ০৩:০১ পিএম, ১২ নভেম্বর ২০১৮ সোমবার

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। আর এই নির্বাচনে সীমিত পরিসরে হলেও ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহার করতে চাইছে নির্বাচন কমিশন। ইভিএম নিয়ে সাধারণকে সচেতন করতে রাজধানীতে চলছে ইভিএম প্রদর্শনী মেলা। নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে সাধারণ নাগরিকদের ইভিএম ব্যবহার করে ভোট দেওয়ার পদ্ধতিগুলো দেখানো হচ্ছে।
প্রদর্শনীতে ১৮টি স্টলের মাধ্যমে ইভিএমের বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে পারবেন এখানে আসা দর্শনার্থীরা। সেই সাথে দেখানো হবে ইভিএমের মাধ্যমে ভোট দেওয়ার পদ্ধতি।
একটি স্টলে গিয়ে দেখা যায়, ইভিএম মেশিনে ভোট দিতে হলে প্রয়োজন হবে জাতীয় পরিচত্র পত্র। সেটি না থাকলেও পরিচয় পত্রের নম্বর দিয়েও ভোট দেওয়া যাবে। আর সেই সাথে প্রয়োজন হবে ভোটারের ফিঙ্গারপ্রিন্ট অর্থ্যাত আঙ্গুলের ছাপ। এই ধাপ সম্পন্ন হলে চালু হবে ভোটিং মেশিন। সেখান থেকে ভোটার তার পছন্দের প্রার্থী ও মার্কা দেখে সেটিকে বাছাই করবেন। এক্ষেত্রে ভুল হলে তা শুধরানোর একটি সুযোগ পাবেন ভোটার। তবে দ্বিতীয় বার যাকে বাছাই করা হবে সেটির পর আর বাছাই পরিবর্তন করা যাবে না।
পুরো প্রক্রিয়াটির ভিডিও দেখুন এখানেঃ
ভিডিওটি ফেসবুকে দেখতে ক্লিক করুন এখানেঃ https://goo.gl/ts6p7H