ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

চামড়ার দাম নির্ধারণ করেছেন চামড়া ব্যবসায়িরা

প্রকাশিত : ০২:৫৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:৫৪ পিএম, ৯ সেপ্টেম্বর ২০১৬ শুক্রবার

চলতি বছর কোরবানির পশুর চামড়া সংগ্রহে দাম নির্ধারণ করেছেন চামড়া ব্যবসায়িরা। পশু ও আকারভেদে এবার চামড়ার দাম গতবারের চেয়ে কিছুটা কম। সকালে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনসহ তিনটি সংগঠনের বৈঠকে এই দাম নির্ধারণ করা হয়। ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়া ৫০ টাকা ও ঢাকার বাইরে এর দাম হবে ৪০ টাকা। এছাড়া, সারাদেশে খাসির লবণযুক্ত চামড়া ২০ টাকা ও বকরির চামড়া ১৫ টাকায় সংগ্রহ করবেন ট্যানারি ব্যবসায়িরা। ট্যানার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ি, প্রতি বছর সারাদেশ থেকে ২২ কোটি বর্গফুট চামড়া সংগ্রহ করা হয়। এর অর্ধেকেরও বেশি আসে কোরবানির পশু থেকে।