ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

মেডিক্যাল কলেজ থেকে একসঙ্গে উধাও ৬০ রোগী!

প্রকাশিত : ১০:২৫ এএম, ১৩ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

সম্প্রতি ভারতের মুর্শিদাবাদের এক মেডিক্যাল কলেজ থেকে ৬০ জন রোগী ডাক্তারদের না জানিয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন। এ জন্য হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে তাতে কোনো কারণ লেখা নেই। আছে শুধু  চলে যাওয়া  রোগীর সংখ্যাটি।

এ নিয়ে ওই মেডিক্যাল কলেজের সহ-অধ্যক্ষ দেবদাস সাহা বলছেন, ‘ছুটি দেওয়া না হলে, কিছু রোগী আমাদের না জানিয়ে হাসপাতাল ছেড়ে চলে গেছেন।বহরমপুর থানায় অভিযোগ জানিয়েছি।’

এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

কিন্তু কেন রোগীরা চলে গেলেন?

এমন প্রশ্নের উত্তরে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ‘এ আর নতুন কী? গত বছরও তো পুজোর সময়ে এভাবে রোগীরা চলে গিয়েছিল।’

এদিকে মুর্শিদাবাদের পুলিশ সুপার মুকেশ কুমার বলেন, ‘হাসপাতাল থেকে নিখোঁজ ডায়েরি পেয়েই স্থানীয় থানায় পাঠিয়ে তদন্ত শুরু করা হয়েছে। ওই রোগী বাড়িতে পৌঁছেছেন, না কি নিখোঁজ রয়েছেন সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এদিকে জানা যাচ্ছে, পূজার আমেজ, হাসপাতালের দুধ-বালি, ময়লা বিছানা, নার্সের ধমক— কিছুই নাকি পছন্দ হচ্ছিল না ওই রোগীদের। তার উপর ছিল পুজোয় ঘরে ফেরার টান।  তাই কাউকে কিছু না বলেই গ্রামে ফিরে গেছেন তাঁরা।

এক চিকিৎসক বলেন, ‘রোগী ভর্তির চাপ রয়েছে। হাসপাতালের বারান্দায় রোগী রাখতে হচ্ছে। তাই রোগীর বাড়ির লোকজন ছুটি করিয়ে নিয়ে যেতে চান। কিন্তু সরকারি যে নিয়মে ফর্ম পূরণ করে রোগীর ছুটি দেওয়ার কথা, তা করার জন্য চিকিৎসকদের হাতে সময় থাকে না। ফলে তারা এড়িয়ে যান।’

 

তথ্যসূত্র: আনন্দবাজার

 

 

এমএইচ/