ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

ভুয়া খবর থেকে কিভাবে নিজেকে রক্ষা করতে পারেন?

প্রকাশিত : ১০:৫৭ এএম, ১৩ নভেম্বর ২০১৮ মঙ্গলবার | আপডেট: ১০:৫৭ এএম, ১৩ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

আপনি কি ভাবছেন যে কিভাবে ফেক নিউজ বা ভুয়া খবর চিহ্নিত করতে পারেন? এখানে তার কিছু উপায় দেওয়া হলো।

ভুয়া খবর হলো অনেকটা আপেলের মতো। দোকানে এটাকে দেখতে সুস্বাদু মনে হতে পারে, কিন্তু পরে হয়তো দেখলেন এটি পচে গেছে। ভুয়া খবরও একই রকমের। দেখতে অকর্ষণীয়, কিন্তু পরে দেখা গেল খবরটা মিথ্যা।

তো আমরা কী করতে পারি?

নিজেকে জিজ্ঞেস করুন-কে? কি? কেন? কখন?

কে আপনাকে আপেলটি দিয়েছে? আপনি কি তাকে বিশ্বাস করতে পারেন?

তাদের ওয়েবসাইটে গিয়ে দেখুন, কেউ কি বলছে যে তাদের অতীত খুব একটা সুবিধার নয়?

আপনি কি খাচ্ছেন? বাইরে থেকে দেখতে ভালো লাগতে পারে, কিন্তু এর ভেতরে কী আছে?

 এবিষয়ে কি এর আগের কোন তথ্য আছে?

আপনার কাছে কেন এই আপেলটি বিক্রি করা হলো? তার কি কোন উদ্দেশ্য আছে?

দেখে নিন রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা, কোন কিছুর প্রচারণার জন্যে কি তারা কোনো অর্থ পাচ্ছে?

আপেলটি কখন গাছ থেকে পাড়া হয়েছিল? এটা কি ফ্রেশ নাকি অনেক দিন আগের?

ভুয়া খবর যেন আপনাকে প্রতারিত করতে না পারে। তাই সবসময় মনে রাখুন- কে? কি? কেন? কখন?  

কারণ আপনি পচা একটি আপেল খেয়ে অসুস্থ হতে চাইবেন না। এরকম সন্দেহজনক কিছু বন্ধুদের সাথে শেয়ারও করতে চাইবেন না।

 

তথ্যসূত্র: বিবিসি

 

 

এমএইচ/