ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

হ‌ুমায়ূন আহমেদের জন্মদিনে বইমেলা

প্রকাশিত : ০৪:৪৩ পিএম, ১৩ নভেম্বর ২০১৮ মঙ্গলবার

কিংবদন্তি কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন উপলক্ষে আজ মঙ্গলবার শাহবাগের পাবলিক লাইব্রেরি চত্বরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী একক বইমেলা। এই মেলার আয়োজন করেছেন হ‌ুমায়ূন আহমেদের বইয়ের প্রকাশকেরা। মেলা চলবে ১৯ নভেম্বর রাত ৮টা পর্যন্ত।

হুমায়ূন আহমেদের বই প্রকাশকারী ১৭টি প্রকাশনা সংস্থার প্রকাশকরা ৯ম বারের মত এই মেলার আয়োজন করে। ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। মেলা সকলের জন্য উন্মুক্ত থাকবে।

প্রধান অতিথি হিসেবে খ্যাতিমান কথাশিল্পী ও শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, আজকে এমন একজনের জন্মদিন যিনি তার কর্মের মাধ্যমে মৃত্যুকে অতিক্রম করতে সক্ষম হয়েছেন। তিনি বহুমাত্রিক সৃজনশীল মানুষ ছিলেন। তিনি সাহিত্যের মাধ্যমে আমাদের মাঝে প্রবেশ করেছেন। সাহিত্যের পাশাপাশি তিনি গল্প, নাটক, সিনেমা, উপন্যাসসহ সব জায়গায় সম্রাটের মত বিচরণ করেছেন।
আমাদের তার আলোর বাংলাদেশে আলোকিত করবো। নতুন করে তার জীবনকে আমার আবিষ্কার করবো।

মেলার উদ্বোধন করেন হ‌ুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন। এ সময় উপস্থিত ছিলেন কার্টুনিস্ট আহসান হাবীব প্রমুখ।

টিআর/এসএইচ/