ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫,   আষাঢ় ২৮ ১৪৩২

বিকেলে ঢাকায় আসছে উইন্ডিজ দল

প্রকাশিত : ০৯:৫৭ এএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার

জিম্বাবুয়ে সিরিজ এখনও শেষ হয়নি। এরই মধ্যে চলে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। আজ ভারত থেকে দশজনের প্রথম উইন্ডিজ দল ঢাকায় আসছে।
বিকেলে ঢাকায় পৌঁছার পর সন্ধ্যার ফ্লাইটে চট্টগ্রাম যাবে অতিথিরা। আগামীকাল ওয়েস্ট ইন্ডিজ দলের অন্য খেলোয়াড় এবং কোচিং স্টাফরা আসবেন।

উইন্ডিজ ও টিম টাইগারদের মধ্যে খেলা :

চট্টগ্রামে ২২ নভেম্বর শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। তার আগে ক্যারিবীয়রা দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে এমএ আজিজ স্টেডিয়ামে।
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ঢাকায় শুরু হবে ৩০ নভেম্বর। এরপর দু’দল তিনটি করে ওডিআই এবং টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

প্রথম দুটি ওয়ানডে ঢাকায় অনুষ্ঠিত হবে ৯ ও ১১ ডিসেম্বর। তৃতীয় ও শেষ ওডিআই সিলেটে। এটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর প্রথম টি ২০ ম্যাচের ভেন্যুও সিলেট।

এরপর ঢাকায় ২০ ও ২২ ডিসেম্বর দ্বিতীয় ও তৃতীয় টি ২০ দিয়ে শেষ হবে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর।
এসএ/